Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কলম্বোতে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২১৪ রান





কলম্বোতে  বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২১৪ রান
কলম্বোতে নিজেদের শততম টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনটি ভালো হলো না বাংলাদেশের। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর পরও শেষ বেলায় সাত বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে দিনটি নিজেদের করে নিতে পারলো না টাইগাররা।

ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারী বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২১৪ রান। প্রথম ইনিংসে এখনও ১২৪ রানে পিছিয়ে টাইগাররা। সাকিব আল হাসান ১৮ রানে ও মুশফিকুর রহিম ২ রানে অপরাজিত আছেন। ম্যাচের তৃতীয় দিন শুক্রবার সকালে ফের ব্যাট করতে নামবেন তারা।

এর আগে দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে শ্রীলংকার করা ৩৩৮ রানের জবাবে শততম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই দুই ব্যাটসম্যান— তামিম ইকবাল ও সৌম্য সরকার দলকে দারুণ সূচনা এনে দেন। দলীয় ৯৫ রানের মাথায় তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উদ্বোধনী জুটি ভাঙেন লঙ্কান দলপতি রঙ্গনা হেরাথ। অর্ধশতক থেকে মাত্র এক রান দূরে আউট হন তামিম।

এরপর অর্ধশতক তুলে নেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। ইমরুল কায়েসকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে দলীয় সংগ্রহে ৩৫ রান যোগ করেন তিনি। দলীয় ১৩০ রানে সৌম্যকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন লংকান স্পিনার সান্দাকান। সৌম্য করেন ৬১ রান।

সৌম্যের আউটের পর ব্যাট করতে নামেন শততম টেস্টে দলে ফেরা সাব্বির রহমান। ইমরুল কায়েসকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে দলীয় সংগ্রহে ৬২ রান যোগ করেন তিনি। দলীয় ১৯২ রানে ইমরুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন সান্দাকান। ইমরুল করেন ৩৪ রান।

ইমরুলের বিদায়ের পর নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামেন তাইজুল ইসলাম। তবে যে উদ্দেশ্যে তাকে পাঠানো তা সফল হয়নি। রানের খাতা খোলার আগেই সান্দাকানের করা পরের বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। ফলে ২ উইকেটে ১৯২ রান তোলা বাংলাদেশের স্কোরকার্ড হঠাৎ করেই পরিণত হয় ৪ উইকেটে ১৯২ রানে।

তাইজুল আউট হওয়ার পর ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। দলীয় সংগ্রহে আর মাত্র ৪ রান যোগ হওয়ার পর আবারও উইকেট হারায় সফরকারীরা। এবার দারুণ খেলতে থাকা সাব্বির রহমানকে সাজঘরে ফেরত পাঠিয়ে টাইগার শিবিরে আঘাত হানের লংকান পেসার সুরঙ্গা লাকমল। ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে সাব্বির করেন ৪২ রান।

বুধবার শুরু হওয়া কলম্বো টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির আগে ৩৩৮ রানে স্বাগতিকদের অলআউট করে টাইগাররা। গল টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৫৯ রানে হার মানতে হয় টাইগারদের। সেই হতাশা ভুলে ‍এবার কলম্বোয় ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

ঐতিহাসিক এই ম্যাচে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হন সৌম্য সরকার।

দিন শেষে ১২৪ রানে পিছিয়ে বাংলাদেশ
বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৬১ রানের ইনিংস খেলেন সৌম্য সরকার- এএফপি
চান্দিমালের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোটা পার করে লঙ্কানরা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে ৩৩৮ রানে থামায় সফরকারীরা।

শেষ উইকেট জুটিতে ৩৩ রান তোলেন লাকমল ও লক্ষণ সান্দাকান (৫ অপ.)। লাকমলকে (৩৫) সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে স্বাগতিকদের প্রথম ইনিংসের ইতি টানেন পেসার শুভাশিস রায়।

এর আগে ১৩৮ রানে চান্দিমালকে ফেরান প্রথম দিন দুই উইকেট শিকারী মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ১০৬তম ওভারে মিরাজের বলে তাকে তালুবন্দি করেন মোসাদ্দেক হোসেন। নবম উইকেট হারায় স্বাগতিকরা।

প্রথম দিনে সংগ্রহ ৭ উইকেটে ২৩৮ রান নিয়ে দ্বিতীয় দিন বৃহস্পতিবার মাঠে নামেন চান্দিমাল ও হেরাথ। সকালে প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান।

দলীয় সংগ্রহ ২৫০ রানের ঘরে যাওয়ার পর অষ্টম উইকেট হারায় স্বাগতিকরা। স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ (২৫)। এতে ভাঙে চান্দিমাল-হেরাথ জুটি (৫৫)।

আলোকস্বল্পতার কারণে কলম্বোর পি সারা ওভালে প্রথম দিন খেলা হয় ৮৩ দশমিক ১ ওভার। ৭ উইকেটে ২৩৮ রান নিয়ে মাঠ ছাড়ে শ্রীলংকা।






«
Next
Newer Post
»
Previous
Older Post