অবৈধ কেমিক্যাল কারখানা : ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) অবৈধ কেমিক্যাল কারখানা বিরোধী অভিযানে আজ ৪টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে।
এ সময় এক প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমান আদালত।
অবৈধ কেমিক্যাল কারখানা এবং গুদাম উচ্ছেদকল্পে ডিএসসিসি’র অভিযানের আজ দ্বিতীয় দিন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবীর পুরান ঢাকার চকবাজার, শহীদনগর এলাকায় অভিযান পরিচালনা করেন।
লাইসেন্সের শর্ত ভঙ্গের দায়ে পোস্তাগোলাতে অবস্থিত গাজী টায়ারকে ৩ লাখ টাকা জরিমানা এবং এর ম্যানেজার মাসরুর হোসেনকে ৬ মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
এছাড়া আরও ৩টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।