ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল পাকিস্তান
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা
পাকিস্তানের নৌবাহিনী আজ (বৃহস্পতিবার) ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এ ক্ষেপলাস্ত্রে আধুনিক ইলেক্ট্রেনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ক্ষেপণাস্ত্রটি সমুদ্রের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হবে।
পাক নৌবাহিনীর এক মুখপাত্র জানান, নতুন এ ক্ষেপণাস্ত্র যোগ হওয়ায় দেশটির সামরিক বাহিনীর প্রতিরক্ষা শক্তি অনেক বেড়ে যাবে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খান হিশাম বিন সিদ্দিক।
এর আগে, গত ২৪ জানুয়ারি পাকিস্তান ২,২০০ কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। আবাবিল নামের ওই ক্ষেপণাস্ত্র পরমাণু বোমা বহনে সক্ষম এবং ভূমি থেকে ভূমিতে একইসঙ্গে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। জানুয়ারি মাসেই পাকিস্তান সাবমেরিন থেকে বাবর-৩ নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।#