Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিধানসভা নির্বাচন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ বলছেন 'নতুন ভারতের উত্থান'





 বিধানসভা নির্বাচন:  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ বলছেন 'নতুন ভারতের উত্থান'


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (রোববার) বলেছেন, নতুন ভারতের উত্থান হচ্ছে। তিনি এক টুইটার বার্তায় বলেন, "১২৫ কোটি ভারতবাসীর ক্ষমতা ও দক্ষতা দিয়ে নতুন ভারতের উদয় হচ্ছে। এই ভারত উন্নয়ন চায়।"

উত্তর প্রদেশে বিপুল জয়ের পাশাপাশি উত্তরাখণ্ডেও বিজেপি জয় পেয়েছে। এ প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, "উন্নয়নমুখী এবং দরিদ্র-দরদী কর্মসূচিগুলোর সফল রূপায়ণের জন্যই এই ফল।" 

অন্যদিকে, ভারতের গোয়া রাজ্যে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া সত্ত্বেও সেখানে সরকার গঠন করার দাবি জানাচ্ছে বিজেপি। এক্ষেত্রে অন্য দলের সাহায্য নেয়ার প্রস্তুতি চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেশের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পাররিকারের নাম প্রকাশ্যে এসেছে।

বিজেপি’র বিধায়ক দলের বৈঠকে সর্বসম্মতভাবে পাররিকারকে সংসদীয় দলনেতা করার বিষয়ে প্রস্তাব পাস করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তা পাঠিয়ে দেয়ার পরে দলীয় সভাপতির অনুমোদন পেলে গোয়ার মুখ্যমন্ত্রী হবেন পাররিকার।

বিজেপি বিধায়ক মাইকেল লোবো বলেন, গোয়ার মানুষ চাচ্ছেন গোয়ায় ফিরে আসুন পাররিকার। বিজেপি’র সাধারণ সম্পাদক সদানন্দ তানাওয়াড়ে বলেন, পরবর্তী সরকার গড়ার জন্য সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

৪০ সদস্যের গোয়া বিধানসভা নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখানে 'ঝুলন্ত' ফল হয়েছে। এখানে কংগ্রেস ১৭ এবং বিজেপি ১৩ আসন পেয়েছে। এছাড়া মহারাষ্ট্র গোমন্তক পার্টি (এমজিপি) ৩, গোয়া ফরোয়ার্ড পার্টি ৩, এনসিপি ১ এবং নির্দলীয় প্রার্থী ৩টি আসন পেয়েছে। 

এমজিপি নেতা সুদীন ধাবলিকার বলেছেন, গোয়ার উন্নয়ন এবং ভালোর জন্য আমরা বিজেপিকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারা গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পাররিকারকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে। গোয়া ফরোয়ার্ড পার্টিও বিজেপিকে সমর্থন দিতে পারে। কথা চলছে অন্যদের সঙ্গেও।

এদিকে, কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি বিধায়ক কেনাবেচার চেষ্টা করছে। তারাও সরকার গড়ার চেষ্টায় বলছে, অন্য দলের বিধায়কদের সমর্থন পেলে বিধায়ক দলের নেতা নির্বাচন করে গভর্নরের কাছে সরকার গড়ার দাবি জানাবে। কংগ্রেসের মহাসচিব দিগ্বিজয় সিং দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করাসহ গোয়াবাসীকে ধন্যবাদ দিয়েছেন।#






«
Next
Newer Post
»
Previous
Older Post