Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » শাহী মজাদার হালিম রেসিপি




 জেনে নিন শাহী মজাদার হালিম রেসিপি


হালিম খেতে আমরা সবাই ভালবাসি যে কারণে ছুটে যাই বিভিন্ন রেস্টুরেন্টে। কিন্তু ব্যস্ত জীবনে সময়ের অভাবে সব সময় যেতে পারিনা। আর খাওয়াও হয়না পছন্দের খাবারটি। আর তাই আজ বিডি রমণী আপনাদের জন্য নিয়ে এলো শাহী মজাদার হালিম রেসিপি। এটি তৈরি করা খুব সহজ ও সময়ও লাগে খুব কম। এর আগে আপনারা দেখেছেন  খাসির হালিম রেসিপি। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি।
উপকরণ

✿ পেঁয়াজ ৪ টি কুচি করে বেরেস্তা করা

✿ পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ

✿ আদা বাটা ২ টেবিল চামচ

✿ রসুন বাটা ২ টেবিল চামচ

✿হলুদ মরিচ গুঁড়ো মিলে ২ চা চামচ

✿ গরম মশলা পাউডার ১ টেবিল চামচ

✿জিরা গুঁড়ো ২ চা চামুচ

✿ ধনিয়া গুঁড়ো ২ চা চামচ

✿ধনিয়া পাতা কুচি

✿ আদা কুচি

✿ তেল হাফ কাপ

✿ লবণ স্বাদমত

✿মুরগি একটা ১ থেকে দেড় কেজি ছোট পিস করে কাটা

✿মুগ ,মাসকলাই ডাল,মসুর ডাল আর পোলাও চাল মিলে আধা কেজির মত নিন। এক কাপ পরিমান গম নিন। এসব কিছু গুঁড়ো করে নিন ব্লেন্ডারে বা পাটায়। এতে সময় অনেক কম লাগবে।
প্রস্তুত প্রণালি

প্রথমে মুরগির সাথে সব মশলা মিশিয়ে মেরিনেট করে রাখুন আধাঘন্টা। এবার বড় হাড়িতে তেল দিয়ে তাতে মাখানো মুরগির পিসগুলা দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি রান্না করুন ২০ মিনিট। তেল উপরে উঠে আসলেই বুঝবেন এটা হয়ে গেছে। এবার এতে প্রথমে গুড়া করে রাখা সব রকম ডাল আর গম এর মিশ্রনটা দিয়ে নাড়াচাড়া করে ৫ কাপ গরম পানি দিয়ে দিন।

ভালোভাবে পানি আর মশলার সাথে ডাল মিশিয়ে নিবেন। আঁচ মিডিয়াম করে রান্না করুন ১ ঘন্টা। মাঝে মাঝে নেড়ে দিতে ভুলবেন না। ঘন হয়ে আসলে তেল উপরে উঠে আসবে। নামিয়ে হালিম এর উপরে ধনিয়া পাতা কুচি আর কুচি করা আদা ,কাঁচা মরিচ,বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

'বাসার বাজার করেছেন তো? বাজার করুন চালডালে - সময় বাচাঁন, খরচ বাচাঁন। সেরা দামে সবকিছু মাত্র এক ঘন্টায়।'
 






«
Next
Newer Post
»
Previous
Older Post