Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ১৪০ বছর আগের ক্রিকেট ইতিহাসকে মনে করাল গুগল ডুডল





 ১৪০ বছর আগের ক্রিকেট ইতিহাসকে মনে করাল গুগল ডুডল

 ভিত ছাড়া একটা বাড়ি যেমন নড়বড়ে হয়, তেমনই ভিভ রিচার্ডস থেকে কপিল দেবের মতো ক্রিকেটের কিংবদন্তিরা আজও বিশ্বাস করেন, টেস্টই ক্রিকেটের ভিত। ফিলহাল টি-টোয়েন্টির রমরমায় তা ফিকে হলেও হারিয়ে যাবে না কখনও। কারণ ক্লাস ব্যাপারটা পারমান্যান্ট। তাই টেস্টের ভিত না থাকলে ক্রিকেটারের পাশে ‘সফল’ তকমা বসাটা বেশ কঠিন। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ১৪০ বছরের সেই সফরকেই বুধবার কুর্নিশ জানাল গুগল।
 
গুগল ডুডল মনে করিয়ে দিল ১৮৭৭ সালের ১৫ মার্চ অর্থাৎ আজকের দিনের কথা। যেদিন প্রথমবার টেস্টের বাইশ গজে বল গড়িয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগে, কেমন ছিল বিশ্বের প্রথম টেস্ট হিসেবে স্বীকৃত পাঁচদিনের ম্যাচটি? তারই একটা ঝলক ধরা পড়ল ডুডলে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ১৫ মার্চ শুরু হয়েছিল সেই টেস্ট। চলেছিল ১৯ মার্চ পর্যন্ত। ঘরের মাটিতে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল অজিবাহিনী। তবে পরের টেস্টটি জিতে ২ ম্যাচের সিরিজ ১-১-এ শেষ করেছিল ব্রিটিশ দল।


গুগলের তরফে বলা হয়েছে, স্পোর্টসম্যান স্পিরিটকে সম্মান জানাতেই আজকের ডুডল প্রথম টেস্টের কথা মনে করিয়েছে। গোঁফ রাখাটা তখন বেশিরভাগ ক্রিকেটারেরই স্টাইল স্টেটমেন্ট ছিল। আর সেই লাল বল, যা আজও ক্রিকেটের ঐতিহ্যকে অনায়াসে ব্যাখ্যা করতে পারে, প্রথম দিন থেকে সেদিকেই নজর ছিল ব্যাটসম্যান, বোলার এবং অবশ্যই ফিল্ডারদের। তবে মজার বিষয় হল আজকের গুগল ডুডলটি ভারত ও অস্ট্রেলিয়ার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে। তাই ইংল্যান্ডের গুগলে এই ডুডল দেখাচ্ছে না। কে বলতে পারে, রাঁচি টেস্টের আগে এভাবেই হয়তো ক্রিকেটভক্তদের ওয়ার্ম-আপ করাচ্ছে গুগল!







«
Next
Newer Post
»
Previous
Older Post