বাংলাদেশে জঙ্গিবাদ এখনও নির্মূল না হলেও তাদের তৎপরতা সরকার নিয়ন্ত্রণে রাখতে পেরেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানকে সফল দাবি করে তিনি বলেন, "জঙ্গিবাদ এখনও নির্মূল হয়নি। তবে জঙ্গিবাদী তৎপরতা নিয়ন্ত্রণে আছে। প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে জঙ্গিবাদ নির্মূলে জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা একের পর এক জঙ্গি আস্তানা ধ্বংস করছি।"
আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 'দেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএলের কোনো কার্যক্রম নেই' আবারও এ দাবি করে তিনি বলেন, "দেশে যারা জঙ্গিবাদে জড়িত, তারা সবাই এদেশেরই নাগরিক। আইএসের কোনো সাংগঠনিক তৎপরতা বা প্রচারণা এদেশে নাই।"
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিও সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের কাজে ব্যবহার হতে দেয়া হবে না।
এদিকে, সাধারণ জনগণ সহযোগিতা না করলে পুলিশের একার পক্ষে জঙ্গি নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ (বৃহস্পতিবার) দুপুরে মাদারীপুর পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, জঙ্গিদের মূল উদ্দেশ্য হলো ধর্মের অপব্যাখ্যা দিয়ে কিছু সরল যুবককে সংগঠিত করে মানুষ হত্যা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং দেশের অর্থনীতিকে বিনষ্ট করা। তবে এসব উদ্দেশ্য নিয়ে জঙ্গিরা যে ছক এঁকেছে, তা কিছুতেই সরকার বাস্তবায়ন করতে দেবে না। পুলিশ জীবন বাজি রেখে জঙ্গিদের মোকাবিলা করছে। সবার সহযোগিতায় দেশের জঙ্গিদের প্রতিহত করছে সরকার।#