দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুস সালাম (৩১), জামিল মণ্ডল (৪১), এবং আব্দুল হামিদ মালিথা (৪১)।
কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দী বলেন, এ রায়ে নিহতের স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুষ্টিয়া দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামের বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন সেচ পাম্প পাহারা দিতে মাঠে যান। পরদিন ভোর রাতে ওই মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর একদিন পর ৮ ফেব্রুয়ারি তার স্ত্রী উরজিনা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
পরে পুলিশ তদন্ত করে জানতে পারে তিনজন বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করে এবং আদালতে চার্জশিট প্রদান করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার এ রায় দেন।