তুরস্ক-নেদারল্যান্ড উত্তেজনা ন্যাটো ভেঙে যাওয়ার লক্ষণ
তুরস্ক এবং নেদারল্যান্ডের মধ্যে চলমান উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ভেঙে যাওয়ার লক্ষণ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন অনুসন্ধানী সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডেভিড লিন্ডর্ফ।
ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গতকাল নেদারল্যান্ডের একটি বিমানবন্দরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুকে নামতে না দেয়ার পর দেশটির সঙ্গে আংকারা সরকারের সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এ কথা বলছেন।
সাংবাদিক লিন্ডর্ফ বলেন, ন্যাটো জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ কারণে যে, তুরস্ক ও নেদারল্যান্ড দু দেশই এ জোটের সদস্য এবং সদস্য দেশের মধ্যকার দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। তুরস্ককে কেন্দ্র করে পুরো ইউরোপের দেশগুলোর মধ্যে এক ধরনের নেতিবাচক মনোভাব বিরাজ করছে। এছাড়া, জার্মানি ও তুরস্কের মধ্যে দ্বন্দ্ব এবং বাগযুদ্ধ চরম আকার ধারণা করেছে।
লিন্ডর্ফ বলেন, ন্যাটো জোটে এরইমধ্যে এক ধরনের অচলাবস্থা রয়েছে; এরপর তুরস্ক ও নেদারল্যান্ডের মধ্যে নতুন করে দ্বন্দ্ব। ফলে এটা অবশ্যই ন্যাটো সামরিক জোটের জন্য বিপর্যয় সৃষ্টি করতে পারে।”#