মেহেরপুর জেলার মেহেরপুর সদর. গাংনী, মুজিবনগর সহ তিন্ উপজেলার টুকরো খবরগুলো দেখুন ///// আপনী ও শেয়ার করুন
ষ্টাফ রিপোটার//
মেহেরপুর সদর উপজেলার নুরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৪ জনই চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। সোনাপুর গ্রামের অপহরণ পুর্বক দুই ব্যবসায়ী হত্যাসহ চাঁদাবাজি, বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকা-ের সঙেঙ্গ জড়িত ছিল তারা।
ঘটনাস্থল থেকে ১টি রিভালবার, ১টি কাটা রাইফেল, ১১টি হাতবোমা, ২টি ছোরা ও ২টি রামদা উদ্ধার করা হয়েছে। নিহত চার সন্ত্রাসীদের নামে বেশ কয়েকটি মামলা ও অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানান পুলিশ সুপার।
মেহেরপুর শহরের বোসপাড়ায় অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ মারুফ আহমেদ টনিক নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
ম এ অভিযান পরিচালনা করেন।
এস আই আবু সায়েম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বোসপাড়ায় অভিযান চালিয়ে টনিককে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন যুবলীগের কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা যুবলীগের কার্যালয়ে জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মালেক হোসেন মোহন, মাহাবুব হাসান ডালিম, ইয়ানুস আলী, মাহাবুবুর রহমান, সাজেদুর রহমান সাজু।
পরে কামসুজ্জামান চমনকে আহবায়ক এবং তারিকুল ইসলাম তারিক, মাহামুদুর রহমান বাধন, মিয়ারুল ইসলাম হুমরত ও রাকিবুল ইসলাম রুবেলকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আমঝুপি ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন আহসান হাবীব সবুজ, রুবেল চৌধুরী, রাসেল আহামেদ লিংকন, ওয়াহিদুরজ্জামান বল্টু, আব্দুল কুদ্দুস, সিজান আহামেদ মিরাজ, আবুল আসাদ রাজ, নয়ন আলী, নাজিম উদ্দিন, মোমিনুল ইসলাম ঝন্টু, চমন আহামেদ, আকবর আলী, ফয়েজ আলী, আসাদুল হক, আবু সিদ্দিক পচা, আব্বাস উদ্দিন বাবু, সুজন আলী, কামিরুল ইসলাম, রতন আলী, আব্দুল আল মামুন মিল্টন, শেরফুল ইসলাম কালু, কামরুল হাসান মিঠু, মফিজুল হক মিথেন, আব্দুর রশিদ, রাজন আলী, শিলন আলী, মামুন, মহিবুল ইসলাম, তারিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম সবুজ, আলমগীর হোসেন, জহুরুল ইসলাম, বাশার আলী, সুজন মালিথা ও আক্তারুজ্জামান লাণ্টু। এসময় যুবলীগ নেতা আবু শাকিল আঙ্গুর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, শহর সভাপতি আরিফ হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। পওে নবগঠিত সদস্যদের ফুলের মালা পরিয়ে বরন করা হয়।
মেহেরপুর প্লেয়াস স্পোটস জোানের উদ্যোগে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত তাপস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কাজলা ক্রীড়া চক্র জয়লাভ করেছে।
মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় কাজলা ক্রীড়া চক্র ৬ উইকেটে রায়পুর ক্রিকেট একাডেমীকে পরাজিত করেন। টচ জিতে প্রথমে ব্যাট করতে নেমে রায়পুর একাদশ ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিল্পব ৩১ ও জামিল ২৬ রান সংগ্রহ করেন। কাজলার পক্ষে ফয়সাল ৩ উইকেট লাভ করে।
জবাবে ব্যাট করতে নেমে ক্রীড়া চক্র ২২ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায। দলের পক্ষে শাহারুল ৪৮ ও মিজান ২৯ রান করেন। রায়পুরের পক্ষে লালন ২টি উইকেট দখল করেন।