প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের সাক্ষাৎ
রোববার দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় প্রতিনিধিরা
রোববার দামেস্কে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন আসাদ। ওই পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির ডেপুটি চেয়ারম্যান জ্যাভিয়ার কুসোর নেতৃত্বে প্রতিনিধিদলটি বর্তমানে সিরিয়া সফর করছে।
বৈঠকে প্রেসিডেন্ট আসাদ বলেন, সাম্প্রতিক সময়ে ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদের বারংবার সিরিয়া সফর প্রমাণ করে তারা বাস্তবতা উপলব্ধি করেছেন এবং এসব সফরের মাধ্যমে তারা তাদের জনগণকে সিরিয়া সম্পর্কে বাস্তব ধারণা দিতে চান।
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, তার দেশের ব্যাপারে কিছু ইউরোপীয় দেশের ভুল নীতির কারণে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে এবং ইউরোপ অভিমুখে শরণার্থীদের ঢল নেমেছে। তিনি বলেন, ইউরোপীয়রা উগ্রবাদ ও সন্ত্রাসবাদকে সমর্থন দেয়ার পাশাপাশি সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে বর্তমান পরিস্থিতি সৃষ্টি করেছে।
বৈঠকে ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধান বলেন, রাজনৈতিক এবং সর্বসাধারণ পর্যায়ে সিরিয়ার চলমান পরিস্থিতি সম্পর্কে ইউরোপীয়রা যে ভুল দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল তা শোধরানোর জন্যই মূলত এ সফর করছেন তারা। জ্যাভিয়ার কুসো বলেন, সিরিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক আবার চালু করার জন্য তারা কাজ শুরু করতে চান। সেইসঙ্গে সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেয়ার জন্যও তারা চেষ্টা করবেন বলে কুসো জানান।#