বাহরাইনের একটি আদালত অস্ত্র এবং বিস্ফোরক বহন করার অভিযোগে দেশটির ২১ জন নাগরিককে তিন থেকে ১৫ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।
গতকাল (শনিবার) বাহরাইনের আপিল আদালত এই দণ্ডাদেশ দিয়েছে বলে দেশটির মিরর সংবাদ মাধ্যমের ওয়েবসাইটে বলা হয়েছে। সেখানে আরো বলা হয়েছে, বিভিন্ন মেয়াদে শাস্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে দুই জনকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এবং বাকিদেরকে এর চেয়ে কম মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।
এদিকে, বাহরাইনের সুপ্রিম কোর্ট দেশটির সার শহরে বিস্ফোরণ ঘটানোর সঙ্গে জড়িত থাকা এবং বিস্ফোরক রাখার অভিযোগে দুই ব্যক্তির প্রত্যেককে ১৫ বছরের জেল দিয়েছে।
এছাড়া আলাদাভাবে, বাহরাইনে দুই ব্যক্তির বিরুদ্ধে দেয়া পাঁচ বছরের কারাদণ্ড মওকুফের আবেদন খারিজ করে দিয়েছে একটি আদালত এবং দিরাজ গ্রামে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে তৃতীয় এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।
বাহরাইনে ২০১১ সালের মধ্য ফেব্রুয়ারি থেকে আলে-খলিফা সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলন হয়ে আসছে। স্বাধীনতা, ন্যায়বিচার, বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা এবং সর্বোপরি জননির্বাচিত সরকারের দাবি জানাতে হাজার হাজার মানুষ সেদিন রাস্তায় নেমে আসে। কিন্তু বাহরাইন সরকার কঠোর হাতে সে আন্দোলন দমন করে।#