মেয়ের কোম্পানির হয়ে মুখ খুলে বিতর্কে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্টের আনুষ্ঠানিক ট্যুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ব্যাবসার পক্ষে সাফাই গেয়ে বিতর্ক উসকে দিলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে নানা দিক থেকে ট্রাম্পকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তিনি প্রেসিডেন্টের ট্যুইটার ব্যবহার করে মেয়ের ব্যক্তিগত ব্যাবসা নিয়ে মন্তব্য করে আইন লঙ্ঘন করেছেন বলেই অনেকের মত।
চেন-শপ নর্ডস্ট্রমও চুপ থাকেনি। তারা এক বিবৃতিতে বলেছে, ইভাঙ্কার মালিকানাধীন প্রতিষ্ঠানের পণ্যের বিক্রিতে ভাটা পড়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। গত বছর থেকেই, বিশেষ করে বছরের শেষার্ধে ইভাঙ্কার প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা কমে যায়। ফলে বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জানুয়ারি মাসে ইভাঙ্কাকেও বিষয়টি জানিয়েছিল নর্ডস্ট্রম কর্তৃপক্ষ।
ডেমোক্র্যাট সেনেটর ন্যান্সি পেলোসি বলেন, আমি মনে করি এটা অন্যায়। ট্রাম্প পুরোপুরি অনুপযোগী প্রেসিডেন্ট। পেনসিলভানিয়ার সেনেটর বব কেসির মুখপাত্র এর সমালোচনা করে বলেন, একজন প্রেসিডেন্ট যখন নিজের পরিবারকে সমৃদ্ধ করতে একটি প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে কথা বলেন, তখন এটি খুবই অনৈতিক বলে মনে হয়। রিপাবলিকান পার্টির সিনেটর ডেভিড পারডিউ বলতে বাধ্য হয়েছেন, ‘এটা আমার কাছে ব্যক্তিগত বিষয় বলেই মনে হয়েছে।’ তবে বরাবরের মতো হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসারও ট্রাম্পের পক্ষে সাফাই গেয়েছেন। বলেছেন, এই ধরনের সিদ্ধান্ত প্রেসিডেন্টের নীতির প্রতি ‘সরাসরি আক্রমণ’। স্পাইসার সমালোচনাকারীদের নীতি নিয়েই প্রশ্ন তুলে বলেছেন, সন্তানের হয়ে একজন বাবা পক্ষ অবলম্বন করতেই পারেন। এখানে অন্য কিছু যাঁরা খুঁজছেন, তাঁরাই বরং ভুল পথে হাঁটছেন।