উত্তরাখণ্ড নির্বাচন: ২০০ কোটিপতি প্রার্থী, ৯১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা
ভারতের উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে ২০০ জন কোটিপতি এবং ৯১ জন ফৌজদারি মামলার আসামি। এদের মধ্যে ৫৪ জনের বিরুদ্ধে গুরুতর মামলা আছে।
২০১২ সালের নির্বাচনে এই সংখ্যা ছিল ২৮। এ বছর ৫ জনের বিরুদ্ধে হত্যা, ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং ৫ জনের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধ করার জন্য নানাভাবে দাবি করা হলেও বাস্তব তথ্য সম্পূর্ণ ভিন্ন কথা বলছে।
এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) সূত্রে প্রকাশ, বিজেপি’র ১৯, কংগ্রেসের ১৭, বসপা ৭, উত্তরাখণ্ড ক্রান্তি দল ৪ এবং সপা’র ২ এবং ৩২ জন নির্দলীয় প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। নির্বাচন কমিশনে প্রার্থীদের দেয়া হলফনামা পর্যালোচনা করে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
আগামী ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার উত্তরাখণ্ডে ৭০ আসনের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৭০ আসনের জন্য ৬৩৭ জন প্রার্থীর মধ্যে ৫৬ জন নারী প্রার্থী ময়দানে রয়েছেন।
মোট প্রার্থীদের মধ্যে ২০০ প্রার্থী কোটিপতি। এদের মধ্যে কংগ্রেসের ৭০ প্রার্থীর মধ্যে ৫২, বিজেপি’র ৪৮, বসপা’র ৬৯ প্রার্থীর মধ্যে ১৯, উত্তরাখণ্ড ক্রান্তি দলের ৫৫ জনের মধ্যে ১৩, সপা’র ২০ জনের মধ্যে ৪ এবং ২৬১ জন নির্দলীয় প্রার্থীর মধ্যে ৫৩ জন প্রার্থী তাদের কাছে এক কোটি টাকার বেশি সম্পত্তির ঘোষণা দিয়েছেন। এসব প্রার্থীদের গড় আয় ১.৫৭ কোটি টাকা।
প্রার্থীদের মধ্যে ২৫৬ জনের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। ৩৪০ জন প্রার্থী স্নাতক অথবা তার চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতার ঘোষণা দিয়েছেন।#