বাংলাদেশের দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুসহ ছয় আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ (সোমবার) সকাল ১০টায় শাহজাদপুর সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসিবুল হক শুনানি শেষে সাত আসামির মধ্যে ছয়জনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। ছয়জনের মধ্যে রয়েছেন- মীরুর ভাই হাসিবুল হক মিন্টু, সম্প্রতি বহিষ্কৃত আওয়ামী লীগ সদস্য কেএম নাসির উদ্দিনও।
এদিকে, ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদের ওপর হামলা মামলায় সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, আদালতে দুই মামলায় সাতদিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে সকাল ১০টায় আদালত হত্যা মামলায় পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ছয় আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদের ওপর হামলা মামলারও সাতদিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করেন।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৯টার দিকে মীরুসহ আটজনকে সিরাজগঞ্জ কারাগার থেকে আদালতে নেয়া হয়। আদালত চত্বরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও র্যাবের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।