Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারতে বিজেপি সরকার গঠনের পর থেকে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েছে: মায়াবতী





ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার দিল্লি সামলাতে পারছে না, উত্তর প্রদেশ কিভাবে সামলাবে?’ তিনি আজ (শুক্রবার) উত্তর প্রদেশের মুরাদাবাদে এক নির্বাচনী সমাবেশে ওই মন্তব্য করেন।

দিল্লির আইনশৃঙ্খলা ও পুলিশ প্রশাসন রাজ্য সরকারের অধীনে থাকার পরিবর্তে কেন্দ্রীয় সরকারের হাতে থাকে।    

মায়াবতী আজ বলেন, ‘বিজেপি সংরক্ষণকে (কোটা) শেষ করে দিতে চাচ্ছে, এজন্য বিজেপিকে ভোট দেয়ার অর্থ হলো সংরক্ষণের (কোটা) বিরুদ্ধে ভোট দেয়া। যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে তারা রাজ্যে আরএসএসের এজেন্ডা চালু করবে। কেন্দ্রে বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে দলিত এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচার বেড়েছে।’   

তিনি বলেন, ‘রাজ্যে যাদেরকে জোর করে কয়েক বছর ধরে কারাগারে রাখা হয়েছে তাদের সম্পর্কে জরিপ চালিয়ে নিরপরাধ মানুষদের মুক্তি দেয়া হবে। বসপা (বিএসপি) সরকার গঠন হলেই সপা'র (সমাজবাদী পার্টি) জঙ্গলরাজকে (দুঃশাসন) শেষ করা হবে।’

তিনি বলেন, রাজ্যে ক্ষমতাসীন সপা সরকারের আমলে আইনশৃঙ্খলা ধ্বংস হয়ে গেছে। বিএসপি ক্ষমতায় এলে আইনের শাসন কায়েম করা হবে।

কংগ্রেস ক্ষমতার লোভে সংখ্যালঘু বিরোধী সপা’র সঙ্গে জোট করেছে বলে তিনি মন্তব্য করেন।

রাজ্যে বসপা সরকার ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মওকুফ করে দেয়া হবে, ভূমিহীন এবং দলিতদের জমি দেয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। রাজ্যে শিক্ষামিত্র সমস্যার সমাধানের পাশাপাশি বিদ্যালয়ে মিড ডে মিলের গুণগত মান বৃদ্ধি করে দুধ, বিস্কুট, ডিম, ডাল এবং অন্য পুষ্টিকর খাবার দেয়া হবে বলেও মায়াবতী জানান। #






«
Next
Newer Post
»
Previous
Older Post