Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ৪১৬টি তিমি ৭০ শতাংশই মারা যায় নিউজিল্যান্ডের সমূদ্র তীরে





 নিউজিল্যান্ডের সমূদ্র তীরে শতাধিক তিমির মৃত্যু হয়েছে। গত এক দশকে দেশটিতে এত বেশি সংখ্যক তিমি মৃত্যুর ঘটনা ঘটেনি। খবর দ্য গার্ডিয়ানের।

দেশটির প্রাণী সংরক্ষণ বিভাগের (ডিওসি)কর্মকর্তারা সাউথ আইল্যান্ডের গোল্ডেন বে সৈকতের তীরে ৪১৬টি তিমি দেখতে পান। শুক্রবার ভোরে এদের ৭০ শতাংশই মারা যায়।

ডিওসি কর্মীরা তিমিগুলো উদ্ধারে জরুরি অবস্থা জারি করেন এবং সবাইকে তাদের সহায়তার আহ্বান জানাল।

এলাকাবাসীর সহায়তায় শতাধিক তিমিকে ডিওসি কর্মীরা তীর থেকে জীবিত উদ্ধার করে সমুদ্রে ভাসিয়ে দিতে সক্ষম হয়েছেন।

তীরে আটকে পড়া তিমিগুলোর দেহের আদ্রতা ঠিক রাখার জন্য অনেকেই বাড়ি থেকে তোয়ালে এনে তা ভিজিয়ে শরীরে জড়িয়ে দেন। পরে জোয়ারের সময় বড় ঢেউ এলে এগুলোকে ভাসিয়ে দেয়া হয়।

তবে কেন এতোগুলো তিমি হঠাৎ করে সমূদ্র সৈকতে ভেসে এল তার কারণ খুঁজে পাচ্ছেন না ডিওসি কর্মীরা।

তাকাকা এলাকায় ডিওসির টিম লিডার এন্ড্রিও লামাসন জানান, জীবনে কখনও তিনি এতো তিমিকে তীরে ভেসে আসতে দেখেননি।
 






«
Next
Newer Post
»
Previous
Older Post