নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাদের সভা-সমাবেশ করার পরামর্শ খালেদা জিয়ার
জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করতে সিনিয়র নেতাদের নিজ নিজ এলাকায় সভা-সমাবেশ করার নির্দেশ খালেদা জিয়ার
বাংলাদেশের নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়ে প্রশ্ন তুললেও আগামী জাতীয় নির্বাচনের লক্ষ্য সামনে রেখে দলের সিনিয়র নেতাদের দ্রুত প্রস্তুতি নিয়ে নিজ-নিজ নির্বাচনি এলাকায় সভা-সমাবেশ করার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির ভাইস-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন ।
বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একে এম নুরুল হুদার নিরপেক্ষতা, তার বিগত দিনের কার্যক্রম, ইত্যাদি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের অন্তত ২০জন ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ভাইস চেয়ারম্যানকে উদ্ধৃত করে আজ ঢাকার একটি অনলাইন পত্রিকা জানিয়েছে,‘নির্বাচনে বিএনপি অংশ নেবে, এটি খুব সাধারণ বিষয়। গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচনই চূড়ান্ত। কিন্তু ইসির নিরপেক্ষতা, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনকালীন সহায়ক সরকার হবে কিনা, হলে ধরন কী হবে—এ নিয়ে আলোচনা চলছে।’
ওই নেতারা আরও জানান, প্রায় দেড় ঘণ্টার বৈঠকে সবার প্রতিক্রিয়া শোনেন খালেদা জিয়া। এরপর তিনি সময় নিয়ে আলোচনা করেন। খালেদা জিয়া নির্বাচনের প্রস্তুতি নিতে যার যার নির্বাচনি এলাকায় এবং নিজ নিজ জেলায় সভা ও সমাবেশ করার জন্য নেতাদের পরামর্শ দিয়েছেন।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘নতুন কমিটি ঘোষণার পর এটাই ভাইস চেয়ারম্যানদের সঙ্গে খালেদা জিয়ার প্রথম বৈঠক। ধারাবাহিকভাবে দলের অন্যান্য স্তরের নেতার সঙ্গেও বৈঠক করবেন তিনি। আজ ১২ ফেব্রুয়ারি রাতে বেগম খালেদা জিয়া দলের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী- নতুন সিইকি পদত্যাগের আহ্বান জানিয়েছেন
এদিকে, রাজনৈতিক কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হওয়ার আগেই নতুন সিইসি কে এম নূরুল হুদাকে অবিলম্বে পদত্যাগ করে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
একইসঙ্গে সরকারের উদ্দেশে বলেন, ‘অনাচার অবিচার দীর্ঘদিন চলতে পারে না। আপনাদের শুভবুদ্ধির পরিচয় দিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন।’
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই সরকারের আমলে কাজী রকিব উদ্দিন যে নির্বাচন করেছেন তা অত্যন্ত কলঙ্কজনক। তার মতোই নতুন নির্বাচন কমিশন নির্বাচন করবে এটাই মানুষের মাঝে সন্দেহ এবং আলোচনা।
তিনি আরও বলেন, আমরা এতদিন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান দেখিয়েছি। কারণ আমরা মনে করি রাষ্ট্রের সর্বোচ্চ পদে কেউ থাকলে তার কাছে ন্যায় বিচার ও সততার উদ্রেক হয়। কিন্তু রাষ্ট্রপতি একজন বিতর্কিত এবং জনতার মঞ্চের লোককে প্রধান নির্বাচন কশিনার নিয়োগ দিয়ে আরো একটি কালিমালিপ্ত অধ্যায় রচনা করার সুযোগ তৈরি করে দিলেন।
রিজভী বলেন, একজন ব্যক্তি যিনি জনতার মঞ্চের লোক, যিনি কুমিল্লায় ডিসি থাকাকালে খালেদা জিয়ার ছবি নামিয়েছেন সেই লোক একজন রাজনৈতিক কর্মীর মতোই আচরণ করছেন। তার ভাই একটি ইউনিয়নের শাসকদলের সভাপতি। তিনি সিইসি হওয়ার পর তাকে সেখানে দলীয় লোকেরা মিষ্টি খাইয়েছে। এতে প্রমাণিত হয় যে নতুন সিইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না।
সংগঠনের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা এমরান সালেহ প্রিন্স, খালেদা ইয়াসমিন, নিপুণ রায় চৌধুরী, কল্যাণ পার্টির সাহিদুর রহমান তামান্না, মিয়া মো. আনোয়ার, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শোয়েব আহমেদ, শাহবাগ থানা কৃষকদলের নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
Slider
বিশ্ব
জাতীয়
মেহেরপুর জেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
মেহেরপুর সদর উপজেলা
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
lid news
»
national
» জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করতে নেতাদের নিজ নিজ এলাকায় সভা-সমাবেশ করার নির্দেশ খালেদা জিয়ার
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News