ঢাকার সাভারে একটি শ্রমিকবাহী মিনিবাস উল্টে একজন নিহত ও আহত হয়েছেন অন্তত ২৫ শ্রমিক।
রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ডে এনার্জি প্লাস সিএনজি স্টেশনের সামনে দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম নুুরু (১৮) বলে জানা গেছে। আহতদের মধ্যে নুরুন্নাহার (৩৫), মঞ্জুরুল (৩০), শিরিনা (২৮), বিথী (২৪), জাকিয়া (৩০), আছমা (২৮) ও তাসলিমার (৩২) নাম পাওয়া গেছে। তারা সকলেই আল মুসলিম পোশাক কারখানার শ্রমিক।
আহত শ্রমিক মঞ্জুরুল ও নুরুন্নাহার জানান, আল মুসলিম গ্রুপের একটি মিনিবাস (ঢাকা মেট্রো-ছ-১১-০৬২২) সকাল সাড়ে ৭টার দিকে সাভার শিমুলতলা থেকে প্রায় ৩০ জন শ্রমিক নিয়ে কারখানার উদ্দেশ্যে রওনা হয়। শ্রমিকবাহী বাসটি গেন্ডা সিএনজি পাম্প পার হলেই গাড়িটির সামনের ডান পাশের চাকা ব্রাষ্ট হয়ে হয়ে যায়। এসময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে গেলে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। এঘটনায় আহত হয় কমপক্ষে ২৫ জন শ্রমিক।
খবর পেয়ে আল-মুসলিম গ্রুপের সিকিউরিটি ইনচার্য ফরহাদ হোসেনসহ ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করেন। এসময় কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে সড়ক দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুভোর্গে পরেন কর্মক্ষেত্রগামী যাত্রীরা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা পর গাড়িটি সড়িয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আবুল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।