চীনে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চোংকিং মিউনিসিপলিটি এলাকায় সোমবার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোরে এই ঘটনায় নিখোঁজ ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকারী সংস্থার সদর দপ্তর থেকে জানানো হয়, স্থানীয় সময় রাত ২টার দিকে ইয়ংচুয়ান ডিস্ট্রিক্টের জিনশাংগৌ কয়লাখনিতে কয়লার একটি স্তুপের ভেতর মৃতদেহগুলো পাওয়া গেছে। ৮০ জনের বেশি উদ্ধারকর্মী এই তল্লাশী অভিযানে অংশ নেয়।
এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ওয়ার্ক সেফটি তদন্তটির তদারক করছে।
স্থানীয় সরকারি কর্মীরা মৃতদের সনাক্ত করেছে।
সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এ সময় খনিতে মোট ৩৫ শ্রমিক কাজ করছিল। এদের মধ্যে দুজন অক্ষত বেরিয়ে আসতে সক্ষম হয় এবং ৩৩ জন আটকা পড়ে।
মঙ্গলবার বিকেলে ১৮ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।
No comments: