Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুরে ভৈরব নদে গোসল করতে গিয়ে ডুবে গৃহিনীর মৃত্যু






    ষ্টাফ রিপোটার// মেহেরপুরে ভৈরব নদে গোসল করতে গিয়ে ডুবে গৃহিনীর মৃত্যু

  মেহেরপুরের ভৈরব নদে ডুবে এক গৃহিনীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের কৃষক রেজাউল হোসেন হুতনের স্ত্রী  রাবিয়া খাতুন (৪৫) পার্শ্ববর্তী ভৈরব নদে গোসল করতে যায়। সে আর ফিরেনি। সর্বনাশা নদে ডুবে মারা গেছে। এ সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে শতশত নারী-পুরুষ ভৈরব নদের তীরে ভীড় করে। স্থানীয় ৩০/৪০জন নদের পানিতে নেমে ৩/৪ ঘন্টা অনুসন্ধান  চালিয়ে লাশের সন্ধান মিলাতে পারেনি। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। এলাকার লোকজন নদীতে খোঁজ করে না পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দেন। 
মেহেরপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক কোবাত আলী জানান, জেলায় কোন ডুবুরী না থাকায় উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছে না। কয়েকজন ডুবুরী প্রেরণের জন্য খুলনা কার্যালয়ে অনুরোধ করা হয়েছে। দুপুরের মধ্যে ডুবুরীরা আসলে নিখোঁজের সন্ধান করা হবে। 
ডুবে নিখোঁজ হতভাগ্যা রাবিয়ার স্বামী রেজাউল হোসেনসহ মহল্লার কয়েক জানান, গতরাতে রাবিয়ার ডায়রিয়া হয়। সারারাত সে পায়খানা করে। সকালে ঘুম থেকে উঠে গোসল করতে ভৈরব নদে গেলে এই দুর্ঘটনা ঘটে।  এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply