চলচ্চিত্র জাতির মানসিকতা ও মূল্যবোধ তৈরি করে : ইনু
তিনি বলেন, ‘চলচ্চিত্র সবচেয়ে শক্তিশালী মাধ্যম এবং এটিকে অবশ্যই জাতির খলনায়কদের যথাযথভাবে চিত্রিত করার মাধ্যমে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে যে খলনায়করা প্রথমে ১৯৭১ সালে, পরে ১৯৭৫ সালে এবং তারপর ২০০৪ সালের ২১ আগস্টে আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিল।’
তেঁতুল হুজুর এবং বর্তমানের জঙ্গিবাদের উত্থানের মাধ্যমে এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তথ্যমন্ত্রী মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।
ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গির হোসেন সভায় সভাপতিত্ব করেন।
ইনু বলেন, আমরা পরিবেশ সৃষ্টি করছি, তবে আপনাদের সৃষ্টিশীল হতে হবে, আপনাদের জন্য আমরা এটি করতে পারি না।
তথ্যমন্ত্রী চলচ্চিত্র শিল্পে পাইরেসির উল্লেখ করে বলেন, আমরা খুব শিগগির চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) একটি সেন্ট্রাল প্রটেকশন ইউনিট করতে যাচ্ছি। এটি সরাসরি সিনেমা হলে প্রদর্শিত হবে। যাতে কেউ এটি পাইরেসি করতে না পারে। ২০১৭ সালের জুন থেকে এটি চালু হবে।
তিনি বলেন, কালিয়াকৈরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মিত হচ্ছে। আধুনিক চলচ্চিত্র নির্মাণের জন্য এখানে সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা থাকবে। তিনি বিশ্বের প্রভাবশালী ফিল্ম এবং টেলিভিশন প্রডিউসিং দেশসমূহের মধ্যে বাংলাদেশের স্থান করে নিতে বিসিটিআই প্রয়োজনীয় মানব সম্পদ গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত তথ্য সচিব মো. মঞ্জুরুর রহমান বলেন, বিসিটিআই’র জন্য ৪ দশমিক ৪ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে এবং এখানে ভবন নির্মিত হচ্ছে। তিনি বলেন, চলচিত্র শুধুমাত্র সমসাময়িকই নয়, এটি চার হাজার বছরের পুরানো সংস্কৃতি।
বিসিটিআই-এর খন্ডকালীন শিক্ষক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, এই উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা ছিলেন, মানিকগঞ্জের হিরা লাল সেন। তার নির্মিত উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মিত হয়েছিল ১৮৯৯ সালে ‘ডেয়ারিং সেন্স অব ফ্লোয়ার অব পর্সিয়া”।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চলচ্চিত্র নির্মাতা, এলামনাই এবং এফসিটিআই’র শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
No comments: