অবশেষে বার্সেলোনার বিপক্ষে জয়ের গেরো খুলতে সক্ষম হলো ম্যানচেস্টার সিটি। ইতিহাস স্টেডিয়ামে লুইস এনরিকের বার্সাকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার ম্যান সিটি। সর্বশেষ চার ম্যাচে স্প্যানিশ দলটির বিপক্ষে হারতে হয়েছে প্রিমিয়ার লীগের সেরা দলটিকে।
গত ম্যাচে প্রথম লেগের খেলায় সিটিজেনদের ৪-০ গোলে বিধ্বস্ত করে মেসি-নেইমাররা। মঙ্গলবার চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় লেগের ম্যাচে ৩-১ গোলের জয় নিয়ে আপাতত স্বস্তির নি:শ্বাস ছাড়লো সিটিজেনরা।
গুনদোয়ানের জোড়া ও কেভিন ডি ব্রুইনের একমাত্র গোলে ইতিহাদে ইতিহাস রচনা করল সিটি।
প্রথম লেগে ন্যু ক্যাম্পে হ্যাটট্রিক করেন মেসি। গতরাতেও বার্সার হয়ে গোলের সূচনা করেন আর্জেন্টাইন জাদুকর। ২১ মিনিটে নেইমারের পাস থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন মেসি।
প্রথমার্ধে আরো কয়েক গোলে সুযোগ পায় বার্সা। তবে সুয়ারেজ মেসিদের ব্যর্থতায় শেষ পর্যন্ত গোল পায়নি কাতালান ক্লাবটি।
তবে ৩৯তম মিনিটে সিটিকে সমতায় ফেরান সমতা ফেরান গুনদোয়ান। ১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় দুদল। বিরতির খানিক পরই লিড নেয় ম্যান সিটি। কেভিন ডি ব্রুইনের ফ্রি কিকে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের হাতে ছোঁয়ালেও রক্ষা পায়নি বার্সা।
আর ৭৪ মিনিটে গুনদোয়ানের দ্বিতীয় গোলে দুই বছর পর ম্যান সিটির কাছে পরাজয়ের স্বাদ পেল বার্সেলোনা।
No comments: