ভারতীয় অস্ত্র ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করা হয়েছে রাজধানীর গাবতলী থেকে
রাজধানীর গাবতলী থেকে এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে বেশ কয়েকটি পিস্তল, শুটার গান, বুলেট ও ম্যাগাজিন।
সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
মিরপুর দারুসসালাম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, আটকদের কাছ থেকে ৬টি পিস্তল, ৪টি শুটার গান, ৩৫টি বুলেট ও ১২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
দারুসালাম থানার দায়িত্বরত অপারেটর মোহাম্মদ ইউসুফ জানান, আটকরা সবাই ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।
তবে আটকদের মধ্যে খায়রুল ওরফে শরীফুল নামের ভারতীয় নাগরিকের নাম জানানো হলেও বাকিদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি।
ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, খায়রুল ভারতীয় নাগরিক এবং অস্ত্র ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গাবতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি জানান, ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্রগুলো বিক্রির জন্য ঢাকায় এনেছিলো খায়রুল।
No comments: