ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি পানশালায় অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু ও ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।
বাসসের খবরে বলা হয়, মঙ্গলবার বিকেলে কাউ গিয়া ডিস্ট্রিক্টে এই আগুন লাগে এবং তা দ্রুত আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয় কর্মকর্তা দ্য চাং বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আগুন নেভানোর জন্যে অগ্নিনির্বাপক দলের কয়েকশ’ কর্মী ও পুলিশ কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়।’
তিনি আরো জানান, এই ঘটনায় আহত দুই পুলিশ কর্মকর্তা চিকিৎসাধীন রয়েছে।
রাষ্ট্রীয় ওয়েবসাইট থেকে বলা হয়েছে, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন ঝুয়ান ফুক অবিলম্বে এই ঘটনার কারণ উদঘাটনে তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেয়ারও নির্দেশ দেন তিনি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নুয়েন পানশালা ও রেস্তোরাঁগুলোতে যথাযথ আগুন সুরক্ষা ব্যবস্থা ও সরঞ্জামাদি রয়েছে কিনা, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
No comments: