মেহেরপুর পাবলিক লাইব্রেরির নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল
মেহেরপুর পাবলিক লাইব্রেরির নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১০টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমাদেন। সহকারী কমিশনার দেলওয়ার হোসেন মনোনয়নপত্র গ্রহন করেন।
আগামী ১৯ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ হাজার ৮০ জন ভোটারের মন জয় করতে ২টি প্যানেলে মোট ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমাদেন।
প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে নুরুল আহামেদ, মুস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক পদে আল মামুন অনল, আরিফুল এনাম বকুল, যুগ্ম সম্পাদক পদে আতিক স্বপন, কামরুল হাসান চন্দন, কামাল হোসেন জুয়েল, মীনা পারভিন, নির্বাহী সদস্য পদে ইউনুস আলী, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম সাগর, ইসলাম আলী, আশফারুল হক সুমন, মুস্তাফিজুর রহমান চন্দন, আবু তালেব, মাহাবুবুর রহমান ডালিম, মীর মাহাবুবুর রহমান, খন্দকার নাফিজুর জামান, সাঈদ হোসেন, আজমল হোসেন মিন্টু, এনামুল হক ও মাহাফুজুর রহমান তাদের মনোনয়নপত্র জমাদেন।
জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা করেছে জেলা আওয়ামী লীগ
জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা করেছে জেলা আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা ছাত্র লীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাশিরা পলি, সহ-সভাপতি এ.কে আজাদ সাগর, জেলা মহিলা সংস্থার সভাপতি শামীময়ারা হিরা, জেলা যুব লীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, সাবেক ছাত্র লীগ সভাপতি মফিজুর রহমান মফিজ। আওয়ামী লীগের নেতা-কর্মীরা আলোচনা সভায় অংশ নেয়।
Tag: Zilla News
No comments: