রংপুর নগরীর নর্দান নার্সিং ইনস্টিটিউটের দুই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় মামলা হলে পুলিশ মঙ্গলবার রাতে একজনকে গ্রেফতার করে। বুধবার ধর্ষণের শিকার দুই শিক্ষার্থীকে ফরনসিক পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, রংপুর নগরীর গঙ্গাচড়া সড়কে নর্দান নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজ হাসপাতাল অবিস্থত। গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার রাতে নর্দান নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের দুই ছাত্রী কলেজের পাশে মেরাজ ছাত্রাবাসে তাদের সহপাঠি নিমাই এবং আলমগীর কবিরের কাছে যান নোট আনতে। তাদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ওই প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষের ছাত্র আলমগীর হোসেন দাঁড়িয়ে থাকা দুই ছাত্রীকে ছাত্রাবাসের ভেতরে যেতে বলে। এরপর ওই নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র আলমগীর নিমাইয়ের কক্ষে নিমাই এবং আলমগীর কবিরকে আটকে রেখে চার সহযোগীকে ডেকে এনে রাতভর দুই ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ধারণ করে মোটা অংকের টাকা দাবি করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকিও দেওয়া হয়। এ ঘটনার বিচার চেয়ে ওই দুই ছাত্রী ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন। বিচার না পেয়ে অবশেষে ১ নভেম্বর রাতে কোতয়ালী থানায় ওই দুই ছাত্রী উপস্থিত হয়ে ঘটনা খুলে বলেন ওসিকে। এরপর আলমগীর হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন এক ছাত্রী। আলমগীর হোসেন বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়।
বুধবার সকালে দুই ছাত্রীকে ফরেনসিক পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠানো হয়।
ধর্ষণের শিকার দুই ছাত্রীর একজনের বাড়ি গাইবান্ধা ও আরেকজনের বাড়ি লালমনিরহাট জেলায়।
No comments: