Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » গাজীপুর সিটি করপোরেশনের কুচপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্র, ককটেল, জিহাদী বই ও পতাকাসহ পাঁচ 'জঙ্গিকে' গ্রেফতার





গাজীপুর সিটি করপোরেশনের কুচপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে দেশীয় অস্ত্র, ককটেল, জিহাদী বই ও পতাকাসহ পাঁচ 'জঙ্গিকে' গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো- বগুড়া সদরের কাউসিল পাড়া এলাকার আব্দুল কাসেমের ছেলে প্রকৌশলী মো. তানভীরুল হক সজল (২৩), কিশোরগঞ্জের বাজিতপুর থানার সাতুটা এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. হারুন মিয়া (৩৭), একই এলাকার মো. জঙ্গু মিয়ার ছেলে মো. হোসেন (২৯), রমজান আলীর ছেলে দ্বীন ইসলাম (৩৫) এবং আব্দুল হেকিমের ছেলে মো. আব্দুল হান্নান (৩৫)।

বুধবার সকালে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

ব্রিফিংকালে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গাজীপুর সিটির জয়দেবপুর থানাধীন বনগ্রাম কুচপাড়া শালবনের ১০-১৫ জন 'সন্ত্রাসী ও জঙ্গি' সদস্য ত্রাস সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য সভা করছে এমন খবর পেয়ে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে গাজীপুর জেলা পুলিশের স্পেশাল টাস্ক গ্রুপের সদস্য সেখানে অভিযান চালায়। পরে ওই 'জঙ্গিদের' আটক করা হয়।

তিনি জানান, এসময় তাদের হেফাজত থেকে ৬টি ককটেল, ৫টি পেট্রোল বোমা, ১টি চাপাতি, ২টি ছোরা, বেশ কিছু 'জেহাদী বই' ও ২টি পতাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারদের মধ্যে তানভীরুল হক একজন ইলেক্ট্রনিক প্রকৌশলী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply