পাকিস্তানের করাচিতে দুটি ট্রেনের সংঘর্ষ নিহত ১১, আহত ৫০
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তারা বলেন, তারা করাচির জিন্নাহ হাসপাতালে ১১টি মৃতদেহ ও আহত অবস্থায় ৫০ জনকে পাঠিয়েছেন।
কর্মকর্তারা জানান, আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।
ট্রেনের তিনটি বগি দুমড়ে মুচড়ে গেছে। একটি বগির নিচে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ে আছে।
রেলওয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট নাসির আজিজ বলেন, নগরীর কাদাফি টাউন এলাকার কাছে যাত্রীবাহী ট্রেন জাকরিয়া এক্সপ্রেস এর সঙ্গে অপর যাত্রীবাহী ট্রেন ফরিদ এক্সপ্রেসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
রেল কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।
ঘটনার পর ওই রেললাইনে সকল ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
No comments: