ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুটি বাস-ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত এবং ১৪ জন আহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলায় আজ সকালে দুটি বাস-ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হযরত আলী জানান, বুধবার সকাল সোয়া ৭টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দুল্লা মনসুর বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আরো একটি কাভার্ড ভ্যান ও একটি বাস দুর্ঘটনা কবলিত বাস-ট্রাককে ধাক্কা দেয়।
চতুরর্মুখী এ সংর্ঘষে ঘটনাস্থলেই এক ট্রাক চালকের মৃত্যু হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে নিহত-আহতদের নাম পরিচয় জানা যায়নি।
No comments: