Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুরের টুকরো খবরগুলো দেখুন





মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।


 ষ্টাফ রিপোটার//

  গাংনী উপজেলার ভরাট গ্রামে বিদ্যুতস্পৃষ্টে মোহন মিয়া (৩৮) নামের এক কৃষকের মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট গ্রামে বিদ্যুতস্পৃষ্টে মোহন মিয়া (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে নিজ বাড়িতে বিদ্যুতের পাশর্^সংযোগে জড়িয়ে তার মৃত্যু হয়
নিহত মোহন মিয়া ভরাট গ্রামের নিয়াত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়াত আলী বাড়ি থেকে গালমা ভর্তি সার মাথায় নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দেন। বাড়ির সামনে বৈদ্যুতিক পাশর্^ সংযোগে মাথার বোঝা লেগে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা।
 ষ্টাফ রিপোটার//
  মুজিবনগর শিবপুরর গলাকাটা সরকারী সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ
মেহেরপুরের মুজিবনগর শিবপুরর গলাকাটা সরকারী সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেমায়েত উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালানো করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মুজিবনগরের শিবপুর সড়কের পাশে সরকারি জায়গায় মোনজাত আলী, সাজেদুল ইসলাম ও সেলিম নামের তিন ব্যাক্তি দু’টি দোকান ও একটি বসতবাড়ি গড়ে তোলে। স্থাপনাগুলো সরিয়ে নেয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হয়। উপজেলা পরিষদ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সময় বেধে দিলেও তারা আমলে নেয়নি। ফলে আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন সেখানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করেন। মুজিবনগর থানার পুলিশ সহ উপজেলা ভুমি অফিসের কর্মকর্ত-কর্মচারী এ অভিযানে অংশ নেয়।



মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুল মান্নাফ কবীর, (রাজস্ব) খাইরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান। কর্মশালায় মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।


 ষ্টাফ রিপোটার//

মেহেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ  বুধবার সকাল ১০ টার দিকে জেলা প্রাণী সম্পদ হল রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুশান্তক কুমার হালদার। বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খুরশিদ আলম। সেমিনারে জেলার প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তা ও কার্মচারিরা অংশ নেয়। জলাতঙ্ক রোগের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন বক্তারা।
 ষ্টাফ রিপোটার//

মেহেরপুরে তথ্য অধিকার দিবস পালিত
মেহেরপুরে পালিত হয়েছে তথ্য অধিকার দিবস।
দিবসটি উপলক্ষে আজ বুধবার দুপুরের দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক রশিদুল মন্নাফ কবীরের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা তথ্য অফিসার রুস্তম আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসরা স্বপন কুমার খাঁসহ জেলার সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও র‌্যালিতে অংশ নেয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply