গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান!
গত ১৮ সেপ্টেম্বর উরি সীমান্তে পাক জঙ্গিদের হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধার সম্ভাবনা দেখা দিয়েছে৷ কাশ্মীর সীমান্তে দুই দেশই আকস্মিক হানা রুখতে অস্ত্র মজুত করে রেখেছে৷ যদিও আন্তর্জাতিক মহলে এ নিয়ে ভারতকেই দোষারোপ করেছে পাকিস্তান৷ যুদ্ধ বাধলে ভারতের অর্থনীতি ধ্বংস হবে বলে হুমকি দিয়ে পাকিস্তানের দাবি ছিল, তারা যুদ্ধ শুরু করতে চায় না৷ কিন্তু পাকিস্তানের কথা ও কাজে যে বিস্তর ফারাক আবারও তার প্রমাণ মিলল৷ এবার জয়সলমের সীমান্তে পাক বাহিনীর মহড়ার নমুনা পেল ভারত৷ উরি হামলার ঠিক পরেই ২২ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক সীমান্তে এই সামরিক অভিযান শুরু করেছে পাক বাহিনী৷ যুদ্ধকালীন মহড়ার এই ঘটনায় ভারতের পক্ষ থেকে সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ যদিও পাকিস্তানের তরফ থেকে এটিকে সেনাদের স্বাভাবিক মহড়া হিসেবেই তুলে ধরা হচ্ছে এবং জানা যাচ্ছে, অক্টোবর পর্যন্ত তা জারি থাকবে৷ তবে মহড়ার ক্ষেত্র হিসেবে মরু সীমান্তকে বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আন্তর্জাতিক সীমান্ত থেকে তার দূরত্ব মাত্র ১৫-২০ কিমি৷ অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে পাক সেনা গোড়াতেই যাতে সুবিধাজনক অবস্থানে থাকে তার ব্যবস্থা বলেই মনে করা হচ্ছে৷
এদিকে কূটনৈতিক পথে সন্ত্রাস মোকাবিলার চেষ্টা করলেও, যুদ্ধের সম্ভাবনা এখনই উড়িয়ে দিচ্ছে না ভারতও৷ আর তাই সেনাদের পক্ষে সুবিধাজনক ৬৫,০০০ অ্যাসল্ট রাইফেলের খোঁজ শুরু করেছে ভারত৷ এছাড়া লক্ষাধিক এই ধরনের রাইফেল ভারতে তৈরি করারও পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এর আগেও এই পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ তবে প্রযুক্তিগত সমস্যায় তা করা সম্ভব হয়নি৷ তবে এবার কোমর বেঁধে নামছে ভারত৷ ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সারা বিশ্বে এ ধরনের রাইফেল কোথায় আছে তা খোঁজ করা হচ্ছে৷
মোটের উপর দুই দেশই যে যুদ্ধের পরিস্থিতি উড়িয়ে দিচ্ছে না, প্রস্তুতির বহরেই সে আঁচ মিলছে৷
No comments: