সক্ষমতা সূচকে বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১০৬তম
বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১০৬তম। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অবস্থান ছিল ১০৭।
বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) বুধবার বিশ্বব্যাপী একযোগে 'গ্লোবাল কম্পিটেটিভনেস রিপোর্ট ২০১৬-১৭' প্রতিবেদনটি প্রকাশ করে। ১৯৮৯ সাল থেকে প্রতিবছর এই সূচক প্রকাশ করে আসছে জেনেভাভিত্তিক সংস্থাটি।
ডব্লিউইএফের পক্ষে দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রতিবেদনটি প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
১২টি বিষয়ে চলতি বছরের শুরুতে চালানো জরিপের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বাংলাদেশে এ প্রতিবেদন তৈরিতে ৭৯টি মাঝারি ও বড় ব্যবসাপ্রতিষ্ঠানের মতামত নেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও অবকাঠামো খাতে উন্নতি হওয়ায় বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।
No comments: