দেশে 'হামলার পরিকল্পনায়' ছিলেন মালয়েশিয়াফেরত ব্যবসায়ী
সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতারের পর ফেরত পাঠানো বাংলাদেশি ব্যবসায়ী
একটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার মালয়েশিয়ার স্টার অনলাইনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
ওই সূত্র জানায়, কর্তৃপক্ষ মনে করে বাংলাদেশি ওই ব্যবসায়ী তার নিজ দেশে হামলার পরিকল্পনা করছিলেন। এমনকি তার নিজ দেশের অনেকের সঙ্গে তিনি নিয়মিত বৈঠকও করতেন।'
এছাড়া তিনি বাংলাদেশে একে-৪৭ রাইফেল পাচারেও জড়িত ছিলেন বলে জানিয়েছে ওই সূত্র।
সূত্র আরও জানায়, ৩৭ বছর বয়সী বাংলাদেশি ওই রেস্টুরেন্ট ব্যবসায়ী মালয়েশিয়ার বুকিত বিনতাং এলাকায় তার রেস্টুরেন্টে আন্দালীব আহমেদ নামে এক সন্ত্রাসীর সঙ্গে বৈঠক করেন। এই আন্দালীব গত জুলাইতে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলায় সম্পৃক্ত ছিলেন, যে হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে জিম্মি করার পর হত্যা করা হয়।
আন্দালীব মালয়েশিয়ায় মোনাশ ইউনিভার্সিটিতে পড়তেন। তিনি ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মালয়েশিয়ায় ছিলেন। পরে তুরস্কের ইস্তাম্বুলে চলে যান।
মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক তান শ্রী খালিদ আবু বকর জানান, বুকিত আমান স্পেশাল ব্রাঞ্চ কাউন্টার টেররিজম ডিভিশন গত ২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে যে চারজনকে গ্রেফতার করেছিল বাংলাদেশি ওই ব্যবসায়ী তাদেরই একজন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি জানান, গ্রেফতার ওই বাংলাদেশির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ছিল এবং তাকে গত ২ সেপ্টেম্বর তার নিজ দেশে (বাংলাদেশ) ফেরত পাঠানো হয়।
বিশেষ অভিযানে গ্রেফতার অপর তিনজনের একজন ৩৮ বছর বয়সী নেপালের এক ব্যবসায়ী, আরেকজন ২৬ বছর বয়সী মরক্কোর নাগরিক এবং তৃতীয় জন ৩৪ বছর বয়সী মালয়েশিয়ার নাগরিক।
No comments: