ফিলিস্তিনকে স্থায়ীভাবে দখলে রাখতে পারবে না ইসরাইল--যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা
ইসরাইল স্থায়ীভাবে ফিলিস্তিনি ভূখণ্ড দখলে রাখতে এবং বসতি স্থাপন করতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘে এটিই তার শেষ ভাষণ।
ওবামা বলেন, 'এটা নিশ্চিতভাবে ভালো হবে যদি ফিলিস্তিনিরা উস্কানিমূলক কর্মকাণ্ড পরিহার করে এবং ইসরাইলের বৈধতার স্বীকৃতি দেয়।'
'একইভাবে ইসরাইল এটা স্বীকার করে নেয় যে, তারা স্থায়ীভাবে ফিলিস্তিনি ভূমি দখল করে রাখতে পারবে না এবং বসতি স্থাপন করতে পারবে না' যোগ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'যে আত্মপরিচয়ের ধারণা অন্যদেরকে নিশ্চিহ্ন করে দেয়, নেতা হিসেবে আমাদের অবশ্যই সেটাকে উৎসাহিত করার চেয়ে বরং নিবৃত্ত করতে হবে।'
উপনিবেশিক ব্রিটেনের পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ১৯৪৮ সালের ১৪ মে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই ইসরাইলকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।
ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব, উচ্ছেদ এবং বসতি স্থাপনে ফিলিস্তিন রাষ্ট্র অনেকটাই নিশ্চিহ্ন হওয়ার পথে। উদ্বাস্তু ফিলিস্তিনিরা বিভিন্ন শরণার্থী শিবিরে মানবেতর জীবন যাপন করছে।
No comments: