জেরুজালেমে শিমন পেরেজের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন ওবামা
বিশ্বের অন্যান্য নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জেরুজালেমে ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিমন পেরেজের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছেন।
বুধবার হোয়াইট হাউস জানায়, জেরুজালেমে এ অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাওয়া যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বারাক ওবামা। তিনি বুধবার রাতে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
তিনি বৃহস্পতিবার ইসরাইলের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করবেন এবং শুক্রবার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর দেশে ফিরবেন।
মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের এ প্রবীণ রাষ্ট্রপ্রধানকে একজন বন্ধু হিসেবে উল্লেখ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
মার্কিন নেতা এক বিবৃতিতে বলেন, ইসরাইলের নিরাপত্তা ও শান্তি অন্বেষণে পেরেজের যে অঙ্গীকার তা ছিল তার অনড় নৈতিক ভিত্তি ও অপরিমেয় আশার মধ্যে প্রোথিত।
ওবামার পাশাপাশি মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, জার্মান প্রেসিডেন্ট জোয়াকিম গক এবং ব্রিটেনের প্রিন্স চার্লস জেরুজালেমের মাউন্ট হার্জলে শুক্রবার পেরেজের এ অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছেন।
No comments: