জাতিসংঘে বাগ্যুদ্ধে জড়াল ভারত ও পাকিস্তান
জাতিসংঘের সাধারণ অধিবেশনে তীব্র বাগ্যুদ্ধে জড়িয়ে পড়ল দক্ষিণ এশিয়ার দুই চির বৈরী দেশ ভারত ও পাকিস্তান। কাশ্মীর পরিস্থিতি ও উরি সেনাঘাঁটিতে হামলা এবং প্রতিশোধ হিসেবে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে_ এমন উত্তেজনার মধ্যেই সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অভিযোগ করেন, ভারত কাউকে তোয়াক্কা না করে অস্ত্রভাণ্ডার গড়ে তুলছে। তাই আক্রান্ত হওয়ার ঝুঁকি ঠেকাতে ভারতের বিরুদ্ধে প্রয়োজনীয় সবকিছু করা হবে। অন্যদিকে, জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ইনাম গম্ভীরও প্রকাশ্যেই পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিহিত করে বলেন, ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা দিয়ে পাকিস্তান 'যুদ্ধাপরাধ' করছে। এদিন সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তান ইস্যুতে ভারতের পক্ষ নেয় আফগানিস্তান। খবর বিবিসি, ইন্ডিয়া টুডে ও এনডিটিভির।
কাশ্মীর নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কাকে বিশ্বনেতারা উপেক্ষা করছেন বলে জাতিসংঘ ভাষণে দাবি করেন নওয়াজ। গত জুলাইয়ে কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানিকে 'বিপ্লবী' আখ্যা দিয়ে তিনি বলেন, বুরহান ছিলেন কাশ্মীরের আত্মা। কিন্তু ভারতীয় বাহিনী তাকে খুন করেছে।'
পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে অভিযুক্ত করার বিষয়ে নওয়াজ শরিফ বলেন, পাকিস্তান নিজেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদের শিকার। পরে তিনি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে কাশ্মীরে ভারতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানিয়ে প্রমাণ হিসেবে কিছু নথিপত্র তুলে দেন।
নওয়াজের এই ভাষণের কড়া সমালোচনা করে ইনাম গম্ভীর বলেন, 'পাকিস্তান এখন সন্ত্রাসের পীঠস্থান, তারা সন্ত্রাসী রাষ্ট্র। জাতিসংঘে সন্ত্রাসবাদী আখ্যা পাওয়া লোকজনও পাকিস্তানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই যদি কোনো দেশের নীতিই হয় সন্ত্রাস, তাহলে তাকে যুদ্ধাপরাধী হিসেবেই গণ্য করা উচিত।'
নওয়াজের ভাষণের তীব্র সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবরও। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নওয়াজ শরিফ যেভাবে বুরহান ওয়ানি নামে স্বঘোষিত জঙ্গির প্রশংসা করেছেন, তা দেখে অবাক লাগছে। এটা পাকিস্তানের নিজেদের দোষারোপ করা ছাড়া আর কিছুই নয়। আর ভারতের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তান যে আহ্বান জানিয়েছে, তা লোক দেখানো। কারণ হাতে বন্দুক নিয়ে কোনো আলোচনা হতে পারে না।'
'লোকে জানে, তালেবান জঙ্গিরা কোথায় থাকে' :সন্ত্রাসের প্রশ্নে ভারতের মতো আফগানিস্তানও জাতিসংঘ অধিবেশনে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। আফগান ভাইস প্রেসিডেন্ট সারওয়ার দানিশ অভিযোগ করেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে অনেকবার আমরা অনুরোধ করেছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। তালেবান জঙ্গিরা কোথায় বাস করে তা লোকে জানে।'
পাকিস্তানের আছে চীন :সন্ত্রাসবাদ প্রশ্নে বিশ্বমঞ্চে বহুমুখী চাপের মধ্যে রয়েছে পাকিস্তান। এর মধ্যেই চীন জানিয়েছে, তারা পাকিস্তানের পাশেই আছে। যে কোনো ধরনের সাহায্যে বেইজিংকে পাশে পাবে ইসলামাবাদ। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে নওয়াজ শরিফের সঙ্গে এক বৈঠকে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং এই আশ্বাস দেন।
No comments: