লঞ্চঘাটে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে--স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
সড়ক, মহাসড়ক ও ফেরি বা লঞ্চঘাটে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে মহাসড়ক ও লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধের লক্ষে এক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক, মহাসড়ক কিংবা, লঞ্চ-ফেরিঘাটে কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সংক্রান্ত তালিকা মন্ত্রণালয়ে এসেছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ওই এলাকার চাঁদাবাজদের চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, নির্ধারিত জায়গার বাইরে বাইরে টোল আদায় করা যাবে না। যত্রতত্র গাড়ি থামানো যাবে না। কেউ কেউ নিজেদের স্বার্থে কৃত্তিমভাবে যানজট তৈরি করছে। এটা করতে দেওয়া যাবেনা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজদের সতর্ক করা হচ্ছে। ব্যবস্থা নেওয়া হবে। সরকার দুর্বল নয়। কারো মুখের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসন চালান না। চাঁদাবাজি করে কেউ পার পাবে না।
No comments: