পেরেজের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বিশ্ব নেতারা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিশ্বের অন্যান্য নেতা শুক্রবার ইসরাইলের প্রেসিডেন্ট শিমন পেরেজের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন।
বুধবার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহশন বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিশ্বের অন্যান্য নেতার মধ্যে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, জার্মান প্রেসিডেন্ট জোয়াকিম গাউক ও বৃটেনের প্রিন্স চার্লস।
জেরুজালেমের মাউন্ট হার্জল সমাধি ক্ষেত্রে তাকে সমাহিত করা হবে। সেখানে ইসরাইলের আরো অনেক বিশিষ্টজনকে সমাহিত করা হয়েছে।
ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী শিমন পেরেজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। দুই সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
পেরেজের জামাতা রাফি ওয়ালডেন বার্তা সংস্থা এএফপি’কে বলেন, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তিনি ঘুমের মধ্যে মারা যান।
তার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।
গত ১৩ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তিনি অসুস্থ বোধ করেন। এরপর তাকে তেল আবিবের কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর দুবার প্রধানমন্ত্রী ও একবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তির উদ্যোগের কারণে ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত এবং আরেক ইসরাইলি নেতা আইজ্যাক রবিনের সাথে যৌথভাবে এ পুরস্কার পান তিনি।
মস্তিষ্কে রক্তক্ষরণের পর তিনি পোপ ফ্রান্সিস, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ক্লিনটন পরিবার, ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনসহ বিশ্ব নেতৃবৃন্দের সমর্থন, ভালবাসা ও শ্রদ্ধায় সিক্ত হন।
পেরেজ একসময় ফিলিস্তিনিদের ইসরাইলের 'ঘনিষ্ঠ প্রতিবেশী' এবং একে অপরের 'সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু' বলেও মন্তব্য করেছিলেন।
তার মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শোক প্রকাশ করেন।
No comments: