Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সিলেটে বহুল আলোচিত আবদুর রহমানের দুই সহযোগীর ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।





সিলেটে বহুল আলোচিত 'সূর্য দীঘল' বাড়ির অস্ত্র ও বিস্ফোরক মামলায় নিষিদ্ধ জেএমবির মৃত্যুদণ্ড দণ্ডিত নেতা শায়খ আবদুর রহমানের দুই সহযোগীর ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসাথে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও সাত বছর করে দণ্ডের আদেশ দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে সিলেট অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি হলো- আবদুল আজিজ এবং মাজেদুল ইসলাম হৃদয়।

আদালতের অতিরিক্ত পিপি মাসুক আহমদ বলেন, সূর্যদীঘল বাড়ির অস্ত্র ও বিস্ফোরক মামলায় আদালত ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। এ মামলায় শায়খ আবদুর রহমানও আসামি ছিলেন।

অপর অতিরিক্ত পিপি ইশতিয়াক আহমদ চৌধুরী জানান, বুধবার মামলার যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ধার্য্য করেছিলেন আদালত।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে সিলেট মহানগরীর পূর্ব শাপলাবাগের 'সূর্য দীঘল' বাড়িতে জেএমবির তৎকালীন শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানের অবস্থান জেনে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতভর বাড়িটিকে ঘেরাও করে রাখা হয়। পরদিন কয়েকজন সঙ্গীসহ আত্মসমর্পণ করেন শায়খ আবদুর রহমান।

যৌথবাহিনী ওই বাড়ি থেকে শায়খ আবদুর রহমানের পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

এ ঘটনায় কোতোয়ালী থানার তৎকালীন এসআই মো. ওয়ালী উল্লাহ বাদী হয়ে শায়েখ আবদুর রহমানসহ ৯ জনকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ওই বছরের ১৮ মে সিলেট গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন ওসি সাইফুল আলম চৌধুরী শায়খ আবদুর রহমানসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে ২০০৮ সালের ২ জানুয়ারি চার্জগঠন শেষে এ মামলার বিচার কাজ শুরু হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply