আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চতুর্থ ওভারেই জোড়া আঘাত হেনেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চতুর্থ ওভাবে দলীয় ১৪ রানে দুই উইকেট হারিয়েছে আফগানিস্তান।
চতুর্থ ওভারের চতুর্থ বলে ১০ রান করে সাকিবের বলে আউট হন আফগান ব্যাটসম্যান মঙ্গল। একই ওভারের ৬ষ্ঠ বলে সাকিব শূন্য রানে ফিরিয়ে দেন রহমত শাহকে।
বাংলাদেশের বিরুদ্ধে ২০৯ রানের লক্ষ্যে ব্যাটিং আফগানিস্তান।
এর আগে সফররত আফগানিস্তানের বিরুদ্ধে ৪৯.২ ওভারে ২০৮ রানে আলআউট হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ৪৫ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন।
মূলত: মোসাদ্দেক সৈকতের দৃঢ়তায় আফগানদের ২০৯ রানের লক্ষ্য দিতে সক্ষম হয় বাংলাদেশ। রুবেল হোসেন ও মোসাদ্দেক সৈকতের দশম উইকেট জুটিতে যোগ হয় ৪৩ রান। আর এতেই ২০০ রানের কোটা পার করে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করে মুশফিকুর রহিম। তিনি ৫১ বলে ৩৮ রান করেন।
তাছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ২৫, তামিম ইকবাল ২০, সৌম্য সরকার ২০, সাকিব ১৭ ও তাইজুল ইসলাম ১০ রান করেন। রুবেল ১৬ বলে ১০ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন।
শুরুতে বড় ইনিংসের আশা জাগিয়েও আউট হয়ে সাজঘরে ফিরে যান বাংলাদেশ দলের মারকুটে ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। দলীয় ৫০ রানে দুইজনই ফেরেন।
দলীয় ৪৫ রানে আফগান বোলার জাদরানের বলে আউট হন তামিম। আউট হওয়ার আগে তিনি ৩৬ বলে ২০ রান করেন।
তামিম আউট হওয়ার পরের ওভারে দলীয় ৫০ রানে আশরাফের বলে আউট হন সৌম্য। তিনি ২০ রান করেছেন। খেলেন ৩১ বল।
মাহমুদুল্লাহ রিয়াদ ও মুফিকুর রহিমের সর্বোচ্চ ৬১ রানের জুটিতে শতক পার করে বাংলাদেশ। কিন্তু দলীয় ১১১ রানে বিদায় নেন মাহমুদুল্লাহ। ৩৯ বলে ২৫ রান করেছেন তিনি। এর পরেই শরু হয় ব্যাটিং বিপর্যয়।
আফগানদের পক্ষে রশীদ খান ১০ ওভার বল করে ৩৫ রান দিয়ে দুই মেডেনসহ তুল নেন ৩ উইকেট। মোহাম্মদ নবী ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ মেডেনের পাশপাশি ২ উইকেট লাভ করেন। তাছাড়া আশরাফ ৫ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে শিকার করেন ২ উইকেট।
No comments: