দারুণ জয়ে সিরিজে সমতা ফেরাল আফগানিস্তান। প্রথম ম্যাচে ৭ রানে হেরে যাওয়ার পর আজ বুধবার মিরপুরে স্বাগতিক বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে সফরকারী দলটি। বাংলাদেশের দেয়া ২০৯ রানের খেলতে নেমে দুই বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগান ইনিংস। বল হাতে চার উইকেট নিলেও আফগানদের জয়টা থামাতে পারেননি সাকিব আল হাসান।
এর আগে মিরপুরে টস হেরে ব্যাটিং করে ২০৮ রান করে বাংলাদেশ।
ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারে মাত্র ৬ রান করলেও কোনো উইকেট হারায়নি সফরকারী দলটি। তবে সাকিবের দ্বিতীয় ওভারেই বদলে যায় ম্যাচের চেহারা। দলীয় চতুর্থ ওভারে আফগান ওপেনার নওরোজ মঙ্গলকে ফিরিয়ে দিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। সেই ওভারে সাকিবকে দুটি চার মারেন মঙ্গল।
এর পরের বলেই আগের ম্যাচে আফগানদের টেনে তোলা রহমত শাহকে কোনো রান করার আগেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। এরপর শেহজাদকে নিয়ে ৪৫ রানের জুটি বাধেন হাসমতউল্লাহ শাহিদি। ১৪তম ওভারে সৈকতের হাতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি। প্রথম বলেই শাহিদিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তরুণ সৈকত।
এরপর ১৬তম ওভারে বাংলাদেশের 'কাঁটা' হয়ে থাকা মোহাম্মদ শেহজাদকে ফিরিয়ে দিয়ে টাইগারদের সবচেয়ে বড় ব্রেক থ্রুটা এনে দেন সাকিব। আফগানদের রান তখন ৬৩। ৩৫ বলে চারটি চার ও দুটি ছয়ে ৩৫ রান করেন শেহজাদ।
শেহজাদ আউট হবার পর বেশ বিপদে পড়ে যায় আফগানিস্তান। তবে অভিজ্ঞ মোহাম্মদ নবী ও অধিনায়ক আজগর স্ট্যানিকজাই মিলে আফগান ইনিংসটাকে ভালোভাবেই সামলান। পঞ্চম উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান যোগ করেন ১০৭ রান।
উইকেট নেবার জন্য সম্ভাব্য সকল চেষ্টাই করেন অধিনায়ক মাশরাফি। শেষমেষ নিজের হাতেই বল তুলে নেন তিনি। শেষ পর্যন্ত অধিনায়কই ভাঙেন এই জুটি। মোহাম্মদ নবীকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।
৪৯ রান করেন নবী। নবী আউট হবার পর খুব বেশিক্ষণ থাকতে পারেনি অধিনায়ক আজগর স্ট্যানিকজাইও। সৈকতের বলে সাব্বিরকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫৭ রান করেন আফগান অধিনায়ক।
প্রথম ওয়ানডের মতো এই ম্যাচেও শেষের দুই তিন ওভারে বেশ উত্তেজনা তৈরি হয়। তবে নজিবুল্লাহ জাদরান ও মীরওয়াইশ আশরাফের ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় পায় আফগানিস্তান। আগামী ১ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।
আফগান স্পিনারদের দাপটে ২০৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সবোর্চ্চ ৪৫ রান করেছেন অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া মুশফিক ৩৮ ও মাহমুদউল্লাহ ২৫ রান করেন। আফগান বোলারদের মধ্যে রশিদ খান নেন ৩ উইকেট।
No comments: