গুরুত্বপূর্ণ তথ্য দিল তাহরীম
রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানে গ্রেফতার জেএমবি নেতা সাবেক ব্যাংক কর্মকর্তা তানভীর কাদেরীর কিশোর সন্তান তাহরীম কাদেরী রাসেল রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছে। বিশেষ করে গুলশান হামলায় জড়িতদের বিষয়ে তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে জানিয়েছে, গুলশানে হামলার দিন সকালে তাদের বসুন্ধরার বাসা থেকে বের হয়ে যায় তামিম চৌধুরী, মারজান ও বাশারুজ্জামান। আর হামলায় জড়িত মূল পাঁচ জঙ্গি ওই দিন সন্ধ্যার সময় তাদের বাসা থেকে বের হয়। তারা কিছুদিন আগে থেকেই তাদের বাসায় অবস্থান করছিল। সকালে বাসা থেকে বের হওয়ার আগে তামিম তাকে বলেছিল, 'আঙ্কেল দোয়া করো, বড় কাজে যাচ্ছি।' হামলার আগের দিন তাদের বসুন্ধরার বাসায় গভীর রাতে বৈঠকও হয়েছিল। আজিমপুরের ঘটনায় দায়ের করা মামলায় তাহরীমকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়া গেছে। রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার তাহরীম কাদেরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব এই জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি নেওয়ার পর তাহরীমকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান আদালত। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।
No comments: