: বলিউড অভিনেত্রী লিজা হেডেন সম্প্রতি জানিয়েছেন যে, তিনি খুব তাড়াতাড়ি বিয়ে করছেন। তবে একটু অন্যভাবে বিয়ের কথা প্রকাশ্যে ঘোষণা করলেন বলিউড ডিভা।
সদ্যই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হবু স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি দিয়ে বিয়ের কথা ঘোষণা করেছেন লিজা। প্রেমিক দিনো লালভানির সঙ্গে চুম্বনের ছবি পোস্ট করেছেন তিনি ইনস্টাগ্রামে। ছবির নিচে লিখেছেন, 'গন আ ম্যারি হিম'। লিজার ঘণিষ্ঠ সূত্র জানা গিয়েছে যে, লিজা এবং দিনো গত এক বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। পাকিস্তান বংশদ্ভূত ব্রিটিশ এন্ট্রিপ্রিনিউয়ার গুল্লু লালভানির ছেলে দিনো। ২০০৮ সালে বাবার কোম্পানি, বিনাটোন টেলিকমের চেয়ারম্যান হন দিনো
No comments: