বিতর্ক অনুষ্ঠানের টিকেটে হিলারির নামের বানান ভুল!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্টে উত্তেজনাকর প্রথম বিতর্ক অনুষ্ঠান নিয়ে আয়োজকরা এতোই ব্যস্ত ছিলেন যে এর টিকেটে হিলারির নামের ভুল বানানটি তাদের চোখে পড়েনি। খবর এএফপির।
ডেমোক্রেট দলের প্রার্থীর নামের ভুল বানানের স্যুভেনির টিকেটগুলো দেয়া হয় হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিনশ' ছাত্রের মধ্যে এসব ভুল বানানের স্যুভেনির টিকেট বিতরণ করা হয়। এগুলো থেকে লটারির মাধ্যমে বিতর্ক অনুষ্ঠানে যাওয়ার আসল টিকেট দেয়া হয়।
তবে, বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র কারলা স্কুসটার বলেন, শেষ মুহুর্তে তাড়াহুড়া করে এসব টিকেট ছাপাতে গিয়ে অনাকাঙ্খিত এ ভুলটি হয়েছে।
নিউইয়র্কের এ বিশ্ববিদ্যালয়টি ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্সিয়াল বিতর্কের আয়োজন করেছে।
No comments: