ইয়েমেনে সংঘর্ষে নিহত ১৭
ইয়েমেনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদাব প্রণালীর অপর পাসের মালভূমির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সরকার অনুগত বাহিনী ও শিয়া বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষে ১৭ যোদ্ধা নিহত হয়েছে।
সরকার অনুগত বাহিনীর কমান্ডার বুধবার এ খবর জানান।
বাব-আল মানদাব প্রণালী অ্যাডেন উপসাগরের সঙ্গে সুয়েজ খাল ও লোহিত সাগর তথা ভারত মহাসাগরের মধ্যে সংযোগ রচনা করে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ।
কমান্ডার ফজল হাসান এএফপিকে বলেন, ‘আমরা একটি আক্রমণ পরিচালনা করি। এতে আমরা দুটি পর্বত পুনর্দখল করতে সক্ষম হই।’
তিনি বলেন, আঠারো ঘন্টার লড়াইয়ে ১৩ বিদ্রোহী ও আমাদের চারজন নিহত হয়েছে। তাদের পক্ষের একজন কর্নেল।
বিদ্রোহীরা তাদের সাবা নিউজকে জানায়, তারা বেশ কয়েকটি সরকারি অবস্থান দখল করে নিয়েছে।
No comments: