যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের বার্লিংটনে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন।
ওয়াশিংটন পুলিশ বলছে, শপিংমলে ঢুকে এক বন্দুকধারী সরাসরি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
ওয়াশিংটন পুলিশের মুখপাত্র মার্ক ফ্রান্সিস টুইটার বার্তায় জানিয়েছেন, শুক্রবার বার্লিংটনের ক্যাসকেইড মলে বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত হয়েছে। সেখানকার লোকজনকে সরিয়ে পার্শ্ববর্তী একটি গির্জায় নেয়া হয়েছে।
তিনি বলেন, বন্দুকধারী একজন না একাধিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারণ পুলিশ সেখানে পৌঁছানোর আগেই তারা পালিয়ে গেছে।
উত্তর শিয়াটলের ১০৫ কিলোমিটার দূরে বার্লিংটন। হামলার পর ক্যাসকেইড শপিংমল ও তার আশপাশের সব দোকান বন্ধ করে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।
তবে কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
তবে শিয়াটল টাইমস খবর দিয়েছে, সন্দেহভাজন এক বন্দুকদারীকে নিকটবর্তী রাস্তা দিয়ে যেতে দেখা গেছে।
No comments: