সৈয়দ শামসুল হকের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে বলেন, রাষ্ট্রপতি সকাল ১১টা ২৫ মিনিটে সৈয়দ হকের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে তিনি সৈয়দ হকের স্ত্রী আনোয়ার সৈয়দ হক, পুত্র দ্বিতীয় সৈয়দ হক ও কন্যা বিদিতা সাদীর সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর রাষ্ট্রপতির সঙ্গে সৈয়দ হকের প্রতি শ্রদ্ধা জানান।
No comments: