Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল অ্যাটাক ভারতের





পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল অ্যাটাক ভারতের 

 উরি হামলার শিক্ষা দিতে এবার প্রত্যাঘাত ভারতের। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ হানল ভারতীয় সেনাবাহিনী। ধ্বংস করে দেওয়া হল জঙ্গিদের একাধিক লঞ্চিংপ্যাড। আজ ভারতীয় সেনাবাহিনীর DGMO রণবীর সিং সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়েছেন। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, প্রয়োজনে আরও হামলা চালানো হবে। যদিও, এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর কেউ হতাহত হয়নি বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন- ভারতের ওপর পরমাণু বোমা মারার হুমকি পাক মন্ত্রীর!

রণবীর সিং জানিয়েছে, গতকাল রাতভর পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত হানে সেনা। নিয়ন্ত্রণরেখার ওপারে জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করাই ছিল এই হামলা উদ্দেশ্য। আর এর ফলেই এই সার্জিক্যাল অ্যাটাক। তিনি বলেন, জঙ্গি দমনে কথা রাখেনি পাকিস্তান। তাই তাদের শিক্ষা দিতেই এই কাজ।

     
প্রসঙ্গত, আজই পাকিস্তানের এক টিভি চ্যানেলে সাক্ষাত্‍কারের সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওজা মুহম্মদ আসিফের বলেন, "আমাদের দেশে যে পরমাণু অস্ত্রের সম্ভার রয়েছে তা সাজিয়ে রাখার জন্য নয়। কেউ যদি পাকিস্তানের ওপর হামলা চালায় তবে সেগুলি তাদের ওপর প্রয়োজনে প্রয়োগ করা হবে।"

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ঢুকে ভারত অভিযান চালিয়েছে
  ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রনবীর সিং।

ভারতীয় সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা গতরাতে কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে পাকিস্তানের ভেতরে অভিযান চালিয়েছে। এ সময় "সন্ত্রাসবাদীদের" ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।

কিছুক্ষণ আগে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রনবীর সিং।

"কাল রাতের ওই হামলায় সন্ত্রাসবাদীদের এবং যারা তাদের মদত দিচ্ছিল, তাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, মারা গেছে অনেকে। এই হামলার খবর আমি নিজেই পাকিস্তানের ডিজিএমও-কে ফোন করে আজ সকালে জানিয়েছি," সংবাদ সম্মেলনে জানান মি. সিং।
  ভারতের বিদেশ মন্ত্রক আর সেনাবাহিনীর ওই যৌথ সংবাদ সম্মেলনে কোনও সাংবাদিককে প্রশ্ন করতে দেওয়া হয় নি।

এই অভিযান ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এ ধরণের হামলা এখনই আবারও চালানোর কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন মি. সিং।

ভারতীয় এই সেনা কর্মকর্তা বলেন, গতকাল তারা নির্দিষ্ট তথ্য পান যে নিয়ন্ত্রণ রেখার পাকিস্তানী অংশের ভেতরে কয়েকটি জায়গায় "সন্ত্রাসবাদীরা" তৈরি হয়েছে ভারতে ঢোকার জন্য। তাদের পরিকল্পনা ছিল জম্মু-কাশ্মীর আর ভারতের অন্যান্য রাজ্যে হামলা চালানোর।

এসব ঘাটিতে ভারতীয় সেনাবিাহিনীর অভিযান চালানোর কথা জানিয়ে ভারতের ডিজিএমও বলেন, "আমরা উল্লেখযোগ্য ক্ষতিসাধন করতে পেরেছি। এই ঘটনার পরে যে কোনও পরিস্থিতির জন্য তৈরিও আছি আমরা।"

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আর সেনাবাহিনীর ওই যৌথ সংবাদ সম্মেলনে কোনও সাংবাদিককে প্রশ্ন করতে দেওয়া হয় নি।







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply