একই পরিবারের একাধিক গাড়ি ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা হবে : ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক পরিবহন আইনে একই পরিবারের একাধিক গাড়ি ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
তিনি বলেন, ‘শিগগিরই মন্ত্রিপরিষদ বৈঠকে ‘সড়ক পরিবহন আইন’ উত্থাপন করা হবে। মন্ত্রিপরিষদ আইনটি অনুমোদন করলে তা সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে। এই আইনে পরিবার প্রতি ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিয়ন্ত্রণের বিধান রাখা হবে। অর্থাৎ এক পরিবারের একাধিক গাড়ি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হবে।’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে আজ সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত র্যালির আগে এক আলোচনা সভায় মন্ত্রী প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), সড়ক ও জনপদ বিভাগসহ সরকারি আটটি সংস্থা মিলিয়ে মোট ৪৪টি প্রতিষ্ঠান এ র্যালির আয়োজন করে।
ডিটিসিএ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
মন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন আইনে প্রতিবন্ধীদের গাড়িতে উঠা-নামার জন্য র্যাম ব্যবহারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ ছাড়া যানজট ও দুর্ঘটনা যাদের কারণে ঘটবে অর্থাৎ যারাই সড়ক পরিবহন আইন ভঙ্গ করবে- তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হবে। এখানে কোন আপস করা হবে না।’
তিনি বলেন, উল্টোপথে গাড়ি চলাচলের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে কে কি বললো, তাতে কিছু যায় আসে না।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক অনুষ্ঠানে ঘোষণা দেন, আগামী মার্চ থেকে রাজধানীর গুলশান ও মোহাম্মদপুরে দুটি সড়কে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হবে।
মেয়র বলেন, ‘ঢাকায় বিপুল পরিমাণ যানবাহন কেবল যানজট বাধাচ্ছে না, পরিবেশ দূষণও ঘটাচ্ছে। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আগামী প্রজন্মকে বাঁচাতে হলেও ব্যক্তিগত গাড়ি পরিহার করতে হবে।’
মেয়র আনিসুল জানান, যে দুটি সড়কে পরীক্ষামূলকভাবে যান চলাচল বন্ধ হচ্ছে সেগুলোতে নগরবাসীকে হেঁটে চলতেই উৎসাাহত করা হবে। তবে দিনের একটি নির্দিষ্ট সময় এই সড়ক দিয়ে বাস চলবে।
No comments: